SpiceJet Plane | এবার বিপত্তি স্পাইসজেটের প্লেনে, মাঝআকাশে খুলে এলো বিমানের জানলার ফ্রেম!
Wednesday, July 2 2025, 5:38 pm

স্পাইসজেটের তরফে একটি বিবৃ্তিতে জানানো হয়, মাঝআকাশে হঠাৎই বিমানের একটি জানলার ফ্রেম ভেঙে পড়ে। তবে ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
দেশে একের পর এক বিমান বিপত্তি। চলন্ত অবস্থায় খুলে এলো বিমানের জানলার ফ্রেম। ঘটনাটি ঘটেছে গোয়া থেকে পুনেগামী এক স্পাইসজেট বিমানে। সূত্রের খবর, বুধবার বিমানটি গোয়া থেকে রওনা দেওয়ার বেশ কিছুক্ষন পরেই মাঝআকাশে উড়ানটির একটি জানলার ফ্রেম খুলে পড়ে। চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। স্পাইসজেটের তরফে একটি বিবৃ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তার উপর কোনও প্রভাব পড়েনি। নির্ধারিত সময়েই প্লেনটি গোয়া বিমানবন্দরে অবতরণ করে। যদিও এ ঘটনায় যাত্রী নিরাপত্তায় বড়ো প্রশ্নচিহ্ন উঠলো
- Related topics -
- দেশ
- গোয়া
- পুনে
- বিমান
- বিমান পরিষেবা
- বিমান দুর্ঘটনা
- ভারতীয় বিমান