অর্থনৈতিক

নরেন্দ্র মোদীর পিএম-কেয়ার্স তহবিলে এ দেশের বেসরকারি সংস্থাগুলি থেকে বিপুল পরিমাণ অর্থ ঢুকেছে

নরেন্দ্র মোদীর পিএম-কেয়ার্স তহবিলে এ দেশের বেসরকারি সংস্থাগুলি থেকে বিপুল পরিমাণ অর্থ ঢুকেছে
Key Highlights

শুধু মাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির তহবিল বা তাদের কর্মীদের বেতন থেকে পাওয়া অর্থ নয়, নরেন্দ্র মোদীর পিএম-কেয়ার্স তহবিলে এ দেশের বেসরকারি সংস্থাগুলি থেকেও বিপুল পরিমাণ অর্থ ঢুকেছে। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, পিএম-কেয়ার্স তহবিলে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে বেসরকারি ব্যাঙ্কগুলিও। তহবিল তৈরির মাত্র কয়েক দিনেই এই বিপুল পরিমাণ টাকা সেখানে জমা পড়েছে বলে জানিয়েছে দৈনিকটি। মুকেশ অম্বানীর রিলায়্যান্স ৫০০ কোটি, টাটা গোষ্ঠী ৫০০ কোটি, আদিত্য বিড়লা গোষ্ঠী ৪০০ কোটি এবং আদানি গোষ্ঠীর তরফে ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে এই তহবিলে। এ ছাড়া মাহিন্দ্রা গোষ্ঠী, টেক মাহিন্দ্রার মতো বেসরকারি সংস্থার তরফেও বিপুল অনুদান জমা পড়েছে এই তহবিলে।