Tapti Ganga Express | প্রয়াগরাজগামী স্পেশাল ট্রেন লক্ষ্য করলে হামলা! ভাঙলো জানলার কাঁচ
Monday, January 13 2025, 3:14 am

গুজরাটের সুরাট থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজ যাচ্ছিল তাপ্তি গঙ্গা এক্সপ্রেস। মহারাষ্ট্রের জলগাঁও দিয়ে যাওয়ার সময়ই ট্রেনের উপরে হামলা হয়।
মহাকুম্ভ উপলক্ষে পুণ্যার্থীর ঢল নেমেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে। দেশের নানান প্রান্ত থেকে অসংখ্য মানুষ কুম্ভস্নান করতে সেখানে ভিড় করছেন। এরই মধ্যে কুম্ভমেলা উপলক্ষে চালানো বিশেষ ট্রেন প্রয়াগরাজগামী এক্সপ্রেসকে লক্ষ্য করে ছোড়া হলো ইট পাথর! ভেঙে যায় জানালার কাঁচ। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, গুজরাটের সুরাট থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজ যাচ্ছিল তাপ্তি গঙ্গা এক্সপ্রেস। মহারাষ্ট্রের জলগাঁও দিয়ে যাওয়ার সময়ই ট্রেনের উপরে হামলা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- ট্রেন
- উত্তরপ্রদেশ