JU Case | যাদবপুর ইস্যুতে তৈরী বিশেষ তদন্ত কমিটি, উপাচার্যের কাছে থেকে রিপোর্ট পেতেই তৎপর রাজ্যপাল
Thursday, March 6 2025, 3:23 pm

এবার যাদবপুর কাণ্ডে উপাচার্যের কাছ থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, তৈরি হয়েছে বিশেষ তদন্ত কমিটি।
যাদবপুর ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল হাইকোর্টে। এফআইআর হয় খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধেও। এই ইস্যুতে উপাচার্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পদাধিকারে তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য। সূত্রের খবর, রিপোর্ট হাতে পেতেই নড়েচড়ে বসেছেন রাজ্যপাল। ডেকেছেন জরুরি বৈঠক। বিষয়টির তদন্তের প্রয়োজনে তৈরী হয়েছে বিশেষ তদন্ত কমিটি। প্রসঙ্গত, যাদবপুরের অচলাবস্থা কাটাতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অর্ক নাগ। তাঁর ভিত্তিতেই এবার হস্তক্ষেপ করলেন রাজ্যপাল।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- সিভি আনন্দ বোস
- রাজ্যপাল
- যাদবপুর ইউনিভার্সিটি
- যাদবপুর
- রাজ্য পুলিশ
- তদন্ত কমিশন