অর্থনৈতিক

Sanjay Malhotra | 'জনকল্যাণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে'! RBIর নয়া গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েই বললেন সঞ্জয় মালহোত্রা

Sanjay Malhotra | 'জনকল্যাণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে'! RBIর নয়া গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েই বললেন সঞ্জয় মালহোত্রা
Key Highlights

RBI এর নয়া গভর্নর হিসেবে বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন প্রাক্তন রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা।

RBI এর নয়া গভর্নর হিসেবে বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন প্রাক্তন রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা। এরপরই তিনি বলেন, স্থায়ীত্ব, বিশ্বাস এবং বৃদ্ধি রিজ়ার্ভ ব্যাঙ্কের এই তিন মূল ভাবনার উপর বিশেষ জোর দেওয়া হবে। পাশাপাশি সঞ্জয় মালহোত্রা জানান, তাঁর জমানায় জনকল্যাণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ভারতের শীর্ষ ব্যাঙ্কের ২৬তম গভর্নরবলেন, ‘নীতিতে স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। RBI এর মতো প্রতিষ্ঠানের উপর সাধারণের ভরসা রক্ষার জন্য জনস্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে।’