Sajjan Kumar | ৪১ বছর পর সাজা! ১৯৮৪ সালের শিখ হত্যাকাণ্ডে আমৃত্যু কারাদণ্ডের সাজা প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জনকে!

১৯৮৪ সালের শিখ হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারকে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ডের সাজা দিলো দিল্লির বিশেষ আদালত।
১৯৮৪ সালের শিখ হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারকে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ডের সাজা দিলো দিল্লির বিশেষ আদালত। ‘অপারেশন ব্লুস্টারে’র পর ১৯৮৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করে তাঁরই দুই শিখ দেহরক্ষী। এরপর দিল্লিতে উত্তেজিত জনতা অস্ত্র নিয়ে হামলা চালায় শিখদের উপর। সেই সময়ই খুন হন যশবন্ত সিং এবং তাঁর ছেলে তরুণদীপ সিং। এই ঘটনায় সজ্জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপর গত ১২ ফেব্রুয়ারি সজ্জনকে দোষী সাবস্ত করা হয় এবং ঘটনার ৪১ বছর পর সাজা ঘোষণা হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- কংগ্রেস
- আদালত
- ইন্দিরা গান্ধী