HS Exam | উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ‘‌বিশেষ বাস’‌ এবং ‘ট্রাম’ চলবে শহরে, সময়সূচি ঘোষণা পরিবহন দফতরের

Saturday, March 1 2025, 5:46 am
highlightKey Highlights

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধায় আগামী ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিশেষ বাস এবং ট্রাম পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ নিগম।


সপ্তাহ গড়ালেই রাজ্যজুড়ে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।পরীক্ষার প্রস্তুতি চলছে জোরকদমে। প্রস্তুত শহরও। আগামী ৩ মার্চ থেকে পরীক্ষার দিনগুলোতে ভোর ৫টা থেকে সকাল ১০টা এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরে চলবে বিশেষ বাস এবং ট্রাম। প্রত্যেকটি বাস ডিপোতে পরীক্ষার্থীদের জন্য ‘পরীক্ষা স্পেশ্যাল’ বোর্ড লাগানো থাকবে। বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্লানেড, ঠাকুরপুকুর থেকে শিয়ালদা, নিউ টাউন থেকে শিয়ালদা, হাওড়া, যাদবপুর, সরশুনা ইত্যাদি প্রত্যেক রুটে বাস চলবে। একদিন সকাল থেকে ট্রামও চলবে শহরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File