Wimbledon 2024 Final । সবথেকে বেশি গ্র্যান্ড স্লাম খেতাব অর্জনের স্বপ্নভঙ্গ! জোকোভিচকে পরাস্ত করে উইম্বলডন ২০২৪ জিতলেন কার্লোস!

Monday, July 15 2024, 4:17 am
Wimbledon 2024 Final । সবথেকে বেশি গ্র্যান্ড স্লাম খেতাব অর্জনের স্বপ্নভঙ্গ! জোকোভিচকে পরাস্ত করে উইম্বলডন ২০২৪ জিতলেন কার্লোস!
highlightKey Highlights

টেনিস গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ২০২৪ উইম্বলডনের ফাইনাল জিতলেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারেজ।


টেনিস গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ২০২৪ উইম্বলডনের ফাইনাল জিতলেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারেজ। ফাইনাল ম্যাচে ৬-২, ৬-২, ৭-৬ ব্যবধানে সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচকে পরাস্ত করেন কার্লোস। তবে ৩৬ বছর বয়সি জোকোভিচ এই ফাইনাল ম্যাচ জিততে পারলে ইতিহাসে সবথেকে বেশি গ্র্যান্ড স্লাম সিঙ্গলস খেতাব (মহিলা-পুরুষ) অর্জন করার সুযোগ পেতেন। কিন্তু, সেই সুযোগ হাতছাড়া হলো। এই ফাইনাল ম্যাচে আলকারেজ এবং জোকোভিচ প্রায় ২ ঘণ্টা ২৭ মিনিট ধরে একে অপরের বিরুদ্ধে লড়াই করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File