Euro Cup 2024 । চতুর্থবার ইউরো কাপের খেতাব জয় করল স্প্যানিশ আর্মাডা! ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে ২০২৪ ইউরো কাপ জয় স্পেনের!
Monday, July 15 2024, 7:28 am
Key Highlightsরুদ্ধশ্বাস ম্যাচ জিতে ইউরো চ্যাম্পিয়ন স্পেন! ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারাল তারা।
রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ইউরো চ্যাম্পিয়ন স্পেন! ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারাল তারা। পাশাপাশি উইম্বলডনে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থ গ্র্যান্ড স্লাম জিতেছেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ। রুদ্ধশ্বাস ম্যাচ জিতে চতুর্থ বার ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ইতিপূর্বে তারা ১৯৬৪, ২০০৮ এবং ২০১৪ সালে ইউরো কাপের খেতাব জয় করেছে। অন্যদিকে, রুদ্ধশ্বাস ফাইনালের পর এবারও হারের যন্ত্রণা মাথায় নিয়েই ইউরো শেষ হল ইংল্যান্ডের। গতবছর ট্রফি গিয়েছিল রোমে। এবার ইউরোর জয়রথ ছুটল মাদ্রিদ-বার্সেলোনার দিকে।

