SpaceX Starship | মহাকাশে সফল উৎক্ষেপণ ‘স্টারশিপ’-এর, সমুদ্রে নিখুঁত স্প্ল্যাশডাউন রকেটের

পরিকল্পনা অনুযায়ী, রকেটের সুপার হেভি বুস্টার মেক্সিকো উপসাগরে সফল ভাবে স্প্ল্যাশডাউনও করেছে।
পরিকল্পনা অনুযায়ী মহাকাশে সফল উৎক্ষেপণ সম্পন্ন হলো স্পেসএক্সের স্টারশিপ রকেটের। রকেটটি টেক্সাসের বোকা চিকার স্পেসএক্সের স্টারবেস কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। উৎক্ষপণের কিছুক্ষণ পরেই রকেটের উপরের অংশ অর্থাৎ স্টারশিপ থেকে নীচের অংশ অর্থাৎ সুপার হেভি বুস্টার আলাদা হয়ে যায়। তবে মাটিতে অবতরণের ঝুঁকি নেয়নি স্পেসএক্স। জটিল প্রক্রিয়া পেরিয়ে সুপার হেভি বুস্টার মেক্সিকো উপসাগরে সফল ভাবে স্প্ল্যাশডাউনও করেছে। এটা ছিল স্টারশিপের দশম পরীক্ষামূলক উৎক্ষেপণ। চন্দ্রাভিযান, মঙ্গলাভিযান এর দিকে একধাপ এগোলো মাস্ক।