সোম থেকে সোনায় বিনিয়োগের ক্ষেত্রে মহা-সুযোগ, দাম, সুদ ও ছাড় সংক্রান্ত নানা তথ্য জানিয়ে দিল কেন্দ্র
Sunday, October 24 2021, 2:12 pm
Key Highlightsদীপাবলি ও ধনতেরসের আগেই সোনা বিনিয়োগের ক্ষেত্রে মহা-সুযোগ। ২৫ অক্টোবর, সোমবার থেকে শুরু হচ্ছে সপ্তম দফার সভেরেইন গোল্ড বন্ড বা স্বর্ণ ঋণপত্র বিক্রি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এই দফায় বন্ড পাওয়া যাবে ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত মোট চার দফায় সোভারিন গোল্ড বন্ড বিক্রি হবে। প্রসঙ্গত, এটি হল অষ্ঠম দফার সভেরেইন গোল্ড বন্ড। অর্থমন্ত্রক জানিয়েছে, এ বার যে স্বর্ণ বন্ড বিক্রি হবে তাতে প্রতি গ্রাম সোনার দাম পড়বে ৪,৭৬৫ টাকা।
- Related topics -
- অর্থনৈতিক
- সোনা
- কেন্দ্রীয় অর্থমন্ত্রক
- গোল্ড বন্ড

