EM Bypass | আরও চওড়া হবে ইএম বাইপাস! পাঁচ লেনের হতে চলেছে বাইপাসে মেট্রোপলিটাল এলাকায় দক্ষিণমুখী সড়ক
Monday, November 25 2024, 4:29 am
Key Highlightsসূত্রের খবর, বাইপাসে মেট্রোপলিটাল এলাকায় দক্ষিণমুখী সড়কটি আরও চওড়া হয়ে পাঁচ লেনের হতে চলেছে।
শহর কলকাতায় কমবে যানজট, আরও চওড়া হবে ইএম বাইপাস। সূত্রের খবর, বাইপাসে মেট্রোপলিটাল এলাকায় দক্ষিণমুখী সড়কটি আরও চওড়া হয়ে পাঁচ লেনের হতে চলেছে। ডিসেম্বরের মধ্যেই এই কাজ হবে বলে খবর। ময়লাখালের ওপর দিয়ে একটি লোহার ব্রিজ তৈরি করা হচ্ছে। সেই ব্রিজটি ৫৫ মিটার দীর্ঘ এবং ৬ মিটর চওড়া হবে। এদিকে ইএম বাইপাসের উপর মেট্রোপলিটন ক্রশিং থেকে মহিষবাথান পর্যন্ত একটি ফ্লাইওভার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে ৭.১ কিমি লম্বা হবে এই ফ্লাইওভারটি।
- Related topics -
- শহর কলকাতা
- বাইপাস
- মহানগর

