South Korea । কোরিয়াতে জারি সামরিক শাসন, গ্রেফতার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল?
ইমপিচ হওয়া প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলকে গ্রেফতার করতে বুধবার ভোররাতে তাঁর বাসভবনে ঢুকে পড়লেন দক্ষিণ কোরিয়ার তদন্তকারীরা।
দক্ষিণ কোরিয়ার ইমপিচ হওয়া প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলকে গ্রেফতারের চেষ্টা করলো কোরিয়ার তদন্তকারী অফিসার দল। বুধবার ভোররাতে রাজধানী সিওলের হান্নাম ডংয়ের বাসভবনে তাঁর ব্যক্তিগত নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপ ভেঙে ঢোকার চেষ্টা করছিলো অফিসারেরা। সেইসময় ভোর চারটে নাগাদ ইয়ুন পন্থী সমর্থক এবং পুলিশ অফিসারদের মধ্যে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পুলিশের তরফে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাসভবনে ৩,২০০ অফিসার মোতায়েন করা হয়েছে। এই আবহে শান্তি বজায় রাখতে বলেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাংমোক।
- Related topics -
- আন্তর্জাতিক
- কোরিয়া
- দক্ষিণ কোরিয়া
- গ্রেফতার