Kolkata South City Mall | 'বিক্রি হচ্ছে 'সাউথ সিটি মল', দর উঠলো কত? কিনছে কারা?
Saturday, March 8 2025, 4:08 am
Key Highlightsকলকাতার সুবিখ্যাত বিরাট সাউথ সিটি মল কিনে নিতে পারে মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন।
কলকাতার সুবিখ্যাত সাউথ সিটি মল বিক্রির বাজারে। সূত্রের খবর, এই সুবৃহৎ মল কিনতে উদ্যোগ হয়েছে মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন। প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত এই মলের প্রায় ৮০০,০০০ বর্গ ফুট লিজ দেওয়ার মতো জায়গা রয়েছে। সূত্রের খবর, দাম উঠেছে প্রায় ৩৫০০ কোটি টাকা। এক পক্ষ কাল অথবা মাস দুয়েকের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হতে পারে বলে খবর। উল্লেখ্য, বছরে অন্তত ২ কোটি মানুষ এখানে আসে, প্রতিবছর প্রায় ১৮০০ কোটির লেনদেন হয়।
- Related topics -
- শহর কলকাতা
- সাউথ সিটি মল
- বৈদেশিক বিনিয়োগ
- রাজ্য
- আমেরিকা
- মার্কিন মুদ্রা

