Sourav Ganguly | ৬ বছর পর CAB প্রেসিডেন্ট পদে ফিরলেন মহারাজ, ফের ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়

Sunday, September 14 2025, 5:19 pm
highlightKey Highlights

সিএবি সভাপতি হিসেবে মনোনয়ন জমা দিলেন সৌরভ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গ ক্রিকেটে দ্বিতীয় ইনিংস সূচনা করছেন মহারাজ।


দ্বিতীয় বার CABর সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি সভাপতি হিসেবে মনোনয়ন জমা দিলেন সৌরভ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে জিতে মহারাজ বললেন, ‘সিএবিতে কোনও বিরোধী নেই, তবে নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। দেড় বছর ধরে নির্বাচনের জন্য লড়েছি। বিভিন্ন জেলায় ছুটে গিয়েছি।’ বাংলা ক্রিকেট সংস্থার নয়া সভাপতি: সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব: বাবলু কোলে, কোষাধ্যক্ষ: সঞ্জয় দাস, যুগ্মসচিব: মদনমোহন ঘোষ, সহ সভাপতি: নিশীথরঞ্জন দত্ত। সৌরভের আগে এই পদে ছিলেন তাঁর দাদা বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File