মহারাজকে দেখে ফিট ঘোষণা, আগামীকালই হবে ছুটি, ঘোষণা শেট্টির।
Tuesday, January 5 2021, 10:10 am
Key Highlightsগতকাল ভিডিয়ো কনফারেন্সের পর সৌরভ গাঙ্গুলিকে দেখতে আজ শহরে এসেছেন বিখ্যাত কার্ডিয়াক সার্জেন দেবী শেট্টি। উডল্যান্ড হাসপাতালে মহারাজকে দেখে "ফিট" ঘোষণা করলেন তিনি। আগামিকাল তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর অন্তত ২-৩ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পর তিনি পুনরায় নর্মাল লাইফে ফিরে যেতে পারবেন। এমনকি ক্রিকেট থেকে শুরু করে বিমান চড়া, কিছুতেই অসুবিধে নেই। তিনি আরও জানিয়েছেন, মহারাজের হার্টের কন্ডিশন খুব ভালো এবং এঘটনা ভবিষ্যতে হার্টের কোনও ক্ষতি করবে না। এই ঘটনা থেকে আমজনতার উদ্দেশ্যে তিনি বছরে একবার করে মেডিক্যাল চেক আপের পরামর্শ দিয়েছেন।