করোনার প্রকোপে অক্সিজেনের চাহিদা বাড়ছে, এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলী
Friday, May 14 2021, 2:40 am
Key Highlightsচারিদিকে অক্সিজেনের জন্য হাহাকার। করোনার প্রকোপে অক্সিজেনের অভাব। এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বহু তারকারা এবার করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে সামিল হলেন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলী। শহরের একটি স্বেচ্ছাসেবি গোষ্ঠীকে বেশ কয়েকটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়ে সাহায্য করলেন তিনি। এই ভয়াবহ পরিস্থিতিতে পাশে থাকার জন্য বিসিসিআই সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবি গোষ্ঠীর সদস্য শতদ্রু দত্ত। তিনি আরো বললেন, 'সর্বদা নিঃশব্দে মানুষের সেবা করেছেন সৌরভ গাঙ্গুলী। তাঁর এই উদ্যোগ তাঁর অগণিত অনুরাগীকে অনুপ্রাণিত করবে।সোশ্যাল মিডিয়াতেও সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
- Related topics -
- সেলিব্রিটি
- সৌরভ গাঙ্গুলি
- বিসিসিআই প্রেসিডেন্ট
- কোভিড ১৯
- অক্সিজেন

