জোড়া উৎসবে মাতলেন ‘মহারাজ’, ঘরোয়াভাবে উদযাপন করা হয় ডোনা গাঙ্গুলির জন্মদিন এবং রাখিপূর্ণিমা

Monday, August 23 2021, 4:36 pm
জোড়া উৎসবে মাতলেন ‘মহারাজ’, ঘরোয়াভাবে উদযাপন করা হয় ডোনা গাঙ্গুলির জন্মদিন এবং রাখিপূর্ণিমা
highlightKey Highlights

রবিবার দেশজুড়ে পালিত হয়েছে রাখি বন্ধন উৎসব। বেহালার বাড়িতে ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল রাখি উদযাপনে মাততে। ছোট ভাইয়ের স্ত্রী জুঁই গঙ্গোপাধ্যায়ের হাতে রাখি পরলেন সবার প্রিয় ‘দাদা’। সৌরভ ছাড়াও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে রাখি পরান ছোট ভাইয়ের স্ত্রী। এদিন সাদা পাঞ্জাবি-পাজামাতে বাঙালি বাবু লুকে ধরা দেন মহারাজ। অন্যদিকে, এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ছিল। ঘরোয়া আয়োজনে জন্মদিন পালন করা হয় তাঁর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File