আগামী দু’এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে
Friday, January 29 2021, 7:10 am
Key Highlightsআগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছেন বিসিসিআই সভাপতি। সব ঠিক থাকলে আগামী দু’এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সকালেই জেনারেল বেডে দেওয়া হবে সৌরভকে। সেখানে সারা দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। নতুন করে কোনও সমস্যা দেখা না দিলে, শনি অথবা রবিবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। বৃহস্পতিবার সৌরভের হৃদ্যন্ত্রে আরও দু’টি স্টেন্ট বসানো হয়েছে। মসৃণ ভাবেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। তাঁর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ঠিকঠাক কাজ করছে বলে জানা গিয়েছে। শুক্রবার ফের একদফা ইসিজি এবং অন্যান্য পরীক্ষা হবে।
- Related topics -
- খেলাধুলা
- সৌরভ গাঙ্গুলি
- ডিসচার্জ
- অ্যাপোলো হাসপাতাল

