RSS on High Court | মাধ্যমিক চলছে,বাজানো যাবেনা সাউন্ড বক্স, প্রতিবাদ করতেই হাইকোর্ট ছুটল আরএসএসের উপরমহল
Thursday, February 13 2025, 5:53 pm
Key Highlightsবর্ধমানের সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরেই এখন তুমুল শোরগোল রাজনৈতিক মহলে। জল গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত।
৬ তারিখ বঙ্গে এসেছেন আরএসএস প্রধান মোহন ভগবত। নিউটাউনের অতিথিশালায় দক্ষিণবঙ্গের নেতাকর্মীদের নিয়ে বেশ কয়েক দফা বৈঠকও করেছেন। রবিবার বর্ধমানের সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের অনুষ্ঠানে প্রধান সভাপতি হিসেবে যোগ দেবেন তিনি। আর এই অনুষ্ঠানেই সাউন্ড বক্স ব্যবহারের অনুমতি দেননি স্থানীয় এসডিও। এই নিয়ে বিতর্ক চরমে উঠেছে। অনুমতি পেতে হাইকোর্ট ছুটেছে আরএসএসের উপরমহল। তবে এসডিওর দাবি, সভাস্থলের পাশেই রয়েছে একটি স্কুল যেখানে বর্তমানে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। ফলে অনুমতি মিলবে না।

