সেলিব্রিটি

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে বৈঠকের পরেই আয়কর হানা সোনু সুদের দফতরে

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে বৈঠকের পরেই আয়কর হানা সোনু সুদের দফতরে
Key Highlights

আয়কর বিভাগের আধিকারিকরা মুম্বইয়ে সোনু সুদের দফতরে হানা দিলেন। লখনউয়ের একটি রিয়্যাল এস্টেট সংস্থার দফতরেও আয়কর বিভাগের অধিকারিকরা পৌঁছেছে। কিছু দিন আগেই সেই সংস্থার সঙ্গে চুক্তি করেছেন সোনু সুদ। সেই চুক্তির টাকাপয়সা লেনদেনে আয়কর ফাঁকির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে দিন কয়েক আগেই বৈঠক করেছিলেন সোনু সুদ। তাঁর বিষয়ে নানা জল্পনা তৈরি হলেও অভিনেতা সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি আম আদমি পার্টিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন না। তাঁকে স্কুল পড়ুয়াদের জন্য কেজরীবালের একটি প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে।