বলিউড অভিনেতা সোনু সুদের অফিসে আচমকা হানা দিল আয়কর দফতরের অফিসাররা
Wednesday, September 15 2021, 4:08 pm
Key Highlightsবুধবার হঠাৎই বলিউড অভিনেতা সোনু সুদের মুম্বইয়ের অফিসে হাজির হন আয়কর দফতরের অফিসাররা। তাঁরা খতিয়ে দেখেন সমস্ত অফিস। দিল্লি সরকারের পক্ষ থেকে অভিনেতাকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। মঙ্গলবার এই বিশেষ পদে যোগ দেন তিনি, আর তার ঠিক একদিন পরেই অভিনেতার অফিসে হাজির হন আয়কর কর্তারা। বুধবার আয়কর বিভাগ একটি 'জরিপ' চালায় অভিনেতা সোনু সুদের বাড়িতে। তবে এখনও পর্যন্ত কোন দলিল বাজেয়াপ্ত করা হয়নি।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- অভিনেতা
- সোনু সুদ
- আয়কর দপ্তর

