Gupta Parvat । তৈরী হলো বিশ্ব ইতিহাস! প্রথমবার গুপ্ত পর্বত' সামিট করলেন সোনারপুরের পর্বতারোহীরা!
Tuesday, June 25 2024, 2:25 pm
Key Highlightsমঙ্গলবার সকাল ৯টা বেজে ৫ মিনিটে হিমাচল প্রদেশের লাহুল জেলায় পির পঞ্জল রেঞ্জে অবস্থিত 'গুপ্ত পর্বত' (৬১৫৯ মি) সামিট করলেন সোনারপুর আরোহীর সদস্যরা।
পশ্চিমবঙ্গের মুকুটে সাফল্যের নয়া পালক! বিশ্বে যা এতদিন কেউ করেনি তা করে দেখাল সোনারপুর আরোহী। মঙ্গলবার সকাল ৯টা বেজে ৫ মিনিটে হিমাচল প্রদেশের লাহুল জেলায় পির পঞ্জল রেঞ্জে অবস্থিত 'গুপ্ত পর্বত' (৬১৫৯ মি) সামিট করলেন সোনারপুর আরোহীর সদস্যরা। এই দলে ছিল মোট ৯ জন। অভিযাত্রী দলে ছিলেন রুদ্রপ্রসাদ হালদার, সত্যরূপ সিদ্ধান্ত, নৈতিক নস্কর, তুহিন ভট্টাচার্য, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, দেবাশিষ মজুমদার, উদ্দীপন হালদার, নন্দিশ কালনানি ও একমাত্র মহিলা সদস্য দিপাশ্রী পাল।
- Related topics -
- অন্যান্য
- ভাইরাল
- পর্বতারোহী
- রাজ্য
- পশ্চিমবঙ্গ

