Sonam Wangchuk | ‘অবৈধ’ গ্রেপ্তারি! সোনমের অবিলম্বে মুক্তির আর্জিতে রাষ্ট্রপতিকে চিঠি দিলেন স্ত্রী গীতাঞ্জলি
Thursday, October 2 2025, 1:26 pm
Key Highlightsসোনম ওয়াংচুকের ‘অবৈধ’ গ্রেপ্তারিতে হস্তক্ষেপের আবেদন করে ও অবিলম্বে তাঁর মুক্তির আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো।
লাদাখের ষষ্ঠ তফসিলের দাবিতে চলা আন্দোলন হঠাৎ করে সহিংস হয়ে ওঠে। প্রাণ যায় চারজনের। আহত ৮০। এরপরই আন্দোলনকারীদের উসকানি দেওয়ার অভিযোগে জলবায়ুকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছিল পুলিশ। সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এবার সোনমের ‘অবৈধ’ গ্রেপ্তারিতে হস্তক্ষেপের আবেদন করে ও অবিলম্বে তাঁর মুক্তির আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রী, লাদাখের উপরাজ্যপাল ও লাদাখ পুলিশের কাছেও আবেদনপত্র পাঠানো হয়েছে।
- Related topics -
- দেশ
- সোনম ওয়াংচুক
- গ্রেফতার
- স্বামী-স্ত্রী
- লাদাখ
- রাষ্ট্রপতি

