কাপুর বাড়িতে ফের বিয়ের আসর, সাত পাকে বাধা পড়তে চলেছে অভিনেতা অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর
Saturday, August 14 2021, 3:47 pm

সেজে উঠেছে অভিনেতা অনিল কাপুরের জুহুর বাংলো। পরিণতি পেতে চলেছে ১৩ বছরের ভালোবাসা। দীর্ঘ ১৩ বছর ধরে সম্পর্কের পর শনিবার পরিচালক করণ বুলানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেতা অনিল কাপুরের ছোট মেয়ে তথা অভিনেত্রী সোনম কাপুরের বোন ফিল্ম প্রযোজক রিয়া কাপুর। করোনা আবহের জেরে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুধুমাত্র পরিবারের লোকজন, আর ঘনিষ্ঠ কিছু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই বিয়েটা সারছেন রিয়া কাপুর।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- অনিল কাপুর
- রিয়া কাপুর
- করণ বুলানি
- বিবাহ
- সোনম কাপুর আহুজা