Sonali Khatun | মুছলো বাংলাদেশী তকমা! সুপ্রিম নির্দেশে ছেলে সহ বাড়ি ফিরলেন সোনালি খাতুন

৬ মাস পরে বাংলাদেশ থেকে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন, সঙ্গে ৮ বছরের ছেলে।
গত জুনে দিল্লিতে কর্মরত সোনালি খাতুন, সুইটি বিবি সহ ছ’জনকে বৈধ নথি থাকা সত্ত্বেও পাইকর এলাকা থেকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। নবাবগঞ্জের পুলিশ তাঁদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে। মেয়ের মুক্তির জন্যে সোনালির বাবা ভদু শেখ সুপ্রিম কোর্টে আবেদন করেন। বেশ কয়েকটি শুনানির পর সুপ্রিম কোর্ট সোনালির ভারতীয় নাগরিকত্বের প্রমাণকে গুরুত্ব দেন। অবশেষে সোমবার বাংলাদেশের কোর্টে জামিন হয় সোনালীর। অবশেষে মালদহ সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন, সঙ্গে ৮ বছরের ছেলে।
