আন্তর্জাতিক

Bangladesh Durga Puja | বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে জারি ফতোয়া, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আজানের সময় ঢাক ঢোল বন্ধ রাখার নির্দেশ

Bangladesh Durga Puja | বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে জারি ফতোয়া, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আজানের সময় ঢাক ঢোল বন্ধ রাখার নির্দেশ
Key Highlights

নতুন সরকারের অধীনে দুর্গাপূজা হবে, কিন্তু আজানের সময় মণ্ডপে বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ থাকবে।

মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আশ্বাস দিয়েছে যে বাংলাদেশে আগের মতোই দুর্গা পুজো হবে। দুর্গামণ্ডপগুলির সুরক্ষা নিশ্চিত করতে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মণ্ডপে যাতে হামলা না চলে তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। তবে এর পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মসজিদে আজানের সময় মণ্ডপে ঢাক ঢোল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজানের ৫ মিনিট আগেই মাইক ও যাবতীয় বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে হবে। আজান শেষের পরই ফের মাইক বা ঢাক বাজানো যাবে।