AI Blind Stick । দৃষ্টিহীনদের বড় ভরসা হবে AI! 'ফিউচারিস্টিক ব্লাইন্ড স্টিক' তৈরী করেলন চন্দননগরের ইঞ্জিনিয়ার
Wednesday, July 17 2024, 2:14 pm
Key Highlightsসম্প্রতি চন্দননগরের কয়েকজন ইঞ্জিনিয়ার তৈরি করে ফেলেছেন ফিউচারিস্টিক ব্লাইন্ড স্টিক, যা কাজ করে এআই অবলম্বন করে।
দৃষ্টিহীনদের পথে চলার জন্য বড় ভরসা হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সম্প্রতি চন্দননগরের কয়েকজন ইঞ্জিনিয়ার তৈরি করে ফেলেছেন এমনই ফিউচারিস্টিক ব্লাইন্ড স্টিক, যা কাজ করে এআই অবলম্বন করে। এই লাঠি দৃষ্টিহীন মানুষকে একা পথ চলতে সাহায্য করবে, ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে সামনে কোনও বিপদ আছে কিনা তা জানিয়ে দেবে, টাকা চেনাবে, ক্যাব বুক করতে সাহায্য করবে,একাকিত্ব দূর করতে, কথা বলা, গল্প করা, গান করা, খবর শোনা সব কিছুই এই লাঠির সাহায্যে করা যাবে।
- Related topics -
- রাজ্য
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- প্রযুক্তি
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

