Bengaluru techie suicide । বউ করত নির্যাতন, চেয়েছিলো ৩ কোটি টাকাও, অবসাদে আত্মহত্যা বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারের

Wednesday, December 11 2024, 8:44 am
highlightKey Highlights

২৪ পাতার সুইসাইড নোটে রয়েছে মানসিক নির্যাতনের ব্যথা। স্ত্রী এবং তাঁর আত্মীয়দের অত্যাচার সহ্য করতে না পেরে চরম পথ বেছে নিয়েছেন উত্তরপ্রদেশের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার অতুল সুভাষ। বেঙ্গালুরুর ফ্ল্যাটে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ।


৯ ডিসেম্বর ভোরে বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ার অতুল সুভাষ অবসাদে নিজের বাড়িতেই আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তাঁর লেখা ২৪ পাতার একটি সুইসাইড নোট এবং ৯০ মিনিটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। তাতে তিনি দাবি করেন তার স্ত্রী নিকিতা তাঁর বিরুদ্ধে পণপ্রথা, জোর করে যৌন সম্পর্ক স্থাপন সহ একাধিক মিথ্যে ধারায় মামলা করেছে। এমনকী প্রতি মাসে দু’লাখ টাকা খোরপোষের দাবি করেছে সে। এ ঘটনায় নিকিতাকে চাকরি থেকে বরখাস্তের দাবিতে উত্তাল নেটদুনিয়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File