কৃষক প্রতিবাদকৃষকদের জন্য জীবনের শেষ আন্দোলন করবে বলে জানালেন আন্না
রালেগাঁও সিদ্ধিতে নিজের গ্রামে ৮৩ বছরের সমাজকর্মী আন্না হাজারে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে, সরকার কৃষক আন্দোলনের দাবি-দাওয়া নিয়ে এক মাসের সময় চেয়েছেন। তার মধ্যে কোনো সুরাহা না হলে তিনি নিজে জানুয়ারি মাসের শেষে কৃষকদের জন্য আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে এটি তাঁর শেষ আন্দোলন হবে। প্রসঙ্গত, দেশবাসীর কাছে তিনি গান্ধীবাদী আন্দোলনের জন্যই পরিচিত। তাঁর চাপে পড়েই কার্যত দীর্ঘ আন্দোলন, অনশনের পর লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে। এখন শুধু অপেক্ষার সরকার কি পদক্ষেপ গ্রহণ করেন।