ভবানীপুরে কর্মিসভার মঞ্চ থেকে খড়দহে তৃণমূল প্রার্থী হিসেবে শোভনদেবের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Thursday, December 21 2023, 2:56 pm

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়লেন ভবানীপুরে উপনির্বাচনের প্রচারে। বুধবার চেতলার অহীন্দ্র মঞ্চে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন দলের কর্মিসভায় ভবানীপুরের বিধায়কপদে ইস্তফা দেওয়া শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দহে প্রার্থী করা হবে বলে। ভবানীপুরে তৃণমূল প্রার্থী হিসেবে এবারের বিধানসভা ভোটে জিতেছিলেন শোভনদেব। নতুন সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই বিধায়ক পদে ইস্তফা দিয়ে শোভনদেব বলেছিলেন, '‘ভবানীপুরের মেয়ে মমতাকে নিজের জায়গা ছেড়ে দিতে ইস্তফা দিলাম।’’ বুধবার মুখ্যমন্ত্রী তাঁকে মন্ত্রিসভায় কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
- Related topics -
- রাজনৈতিক
- মমতা ব্যানার্জী
- শোভনদেব চ্যাটার্জী
- ভবানীপুর
- তৃণমূল কংগ্রেস