Snowfall in Saudi Arabia | ইতিহাসে প্রথমবার! সৌদি আরবে তুষারপাত! বিস্তীর্ণ মরুভূমি ঢেকে গেল সাদা বরফে

Friday, November 8 2024, 1:01 pm
highlightKey Highlights

আরব সাগর থেকে ঢুকে পড়া নিম্নচাপ ওই অঞ্চল থেকে ওমান পর্যন্ত প্রভাব ফেলে। এর দরুণ প্রথমে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং পরে তুষারপাত ঘটে।


ক্রমশ পরিবর্তিত জলবায়ু ও পরিবেশ নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা। কোথাও গলে পড়ছে মাত্রারিক্ত বরফ, কোথাও আবার মরুভূমিতে দেখা যাচ্ছে সবুজ ঘাস, জল। এবার ইতিহাসে প্রথমবারের জন্য সৌদি আরবে দেখা গেলো তুষারপাত। সেখানকার বিস্তীর্ণ মরুভূমি ঢেকে গিয়েছে বরফে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে সেই ছবি এবং ভিডিও। ন্যাশনাল সেন্টার অফ মিডিওরলজি জানিয়েছে, আরব সাগর থেকে ঢুকে পড়া নিম্নচাপ ওই অঞ্চল থেকে ওমান পর্যন্ত প্রভাব ফেলে। এর দরুণ প্রথমে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং পরে তুষারপাত ঘটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File