Saudi Arabia | তপ্ত মরুভূমিতে তুষারপাত, সৌদি আরবে জলবায়ুর এ কেমন পরিবর্তন?

Monday, December 29 2025, 5:16 am
highlightKey Highlights

মরুর তাপমাত্রা পৌঁছে গেল হিমাঙ্কের ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কেবল উত্তর সৌদি নয়, সেদেশের একাবারে পূর্বে স্থিতু আল আহসা প্রদেশেও দেখা গিয়েছে একই অবস্থা।


গত তিন দশকে এমন দিন দেখেননি মরু রাজ্যের বাসিন্দারা। রেকর্ড ভেঙে শুভ্র বরফে ঢেকে গিয়েছে সৌদি আরবের ঊষর মরুপ্রান্তর। মরুর তাপমাত্রা পৌঁছে গেল হিমাঙ্কের ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কেবল উত্তর সৌদি নয়, সেদেশের একাবারে পূর্বে স্থিতু আল আহসা প্রদেশেও দেখা গিয়েছে একই অবস্থা। এই তুষারপাতের নেপথ্য়ে জলবায়ুর পরিবর্তন রয়েছে বলেই মনে করছেন আবহবিদরা। জাতীয় আবহাওয়া কেন্দ্রর মতে, সৌদি আরবের উত্তর এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলিতেই এই হিমেল হাওয়া দেখা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File