Smriti Mandhana | ১৮ তম ODI ম্যাচে ৫২ বছরের বিশ্ব রেকর্ড ভাঙলেন স্মৃতি মন্ধানা!

Sunday, October 12 2025, 1:23 pm
highlightKey Highlights

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে স্মৃতি মেয়েদের ODI ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে ১ হাজার রান করলেন।


চলতি বিশ্বকাপে দুর্বল ফর্মে রয়েছেন ভারতীয় দলের অন্যতম সিনিয়র প্লেয়ার স্মৃতি মন্ধানা। রান দৌড়ে না থাকলেও রেকর্ড বুকে নাম তুললেন স্মৃতি। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে মেয়েদের ODI ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে ১০০০ রানের রেকর্ড গড়লেন তিনি। এই রান করতে স্মৃতি নিলেন ১৮ ম্যাচ। মেয়েদের ক্রিকেটের ৫২ বছরের ইতিহাসে প্রায় ১৪০০ জন ক্রিকেটার খেলেছেন। কেউই ODI ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করতে পারেননি। উল্লেখ্য, ১৯৯৭ সালে এক ক্যালেন্ডার বছরে ৯৭০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার বিজে ক্লার্ক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File