রাজ্য

Radhikapur -Delhi Express | চলন্ত ট্রেন থেকে বের হচ্ছে ধোঁয়া! লোকো পাইলটের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এক্সপ্রেস ট্রেন!

Radhikapur -Delhi Express | চলন্ত ট্রেন থেকে বের হচ্ছে ধোঁয়া! লোকো পাইলটের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এক্সপ্রেস  ট্রেন!
Key Highlights

চলন্ত ট্রেন থেকে হঠাৎ বের হচ্ছে ধোঁয়া! মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে।

চলন্ত ট্রেন থেকে হঠাৎ বের হচ্ছে ধোঁয়া! মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। জানা গিয়েছে, রাধিকাপুর দিল্লিগামী চলন্ত ট্রেনটি লক্ষ্মীপুর রেলগেটে নজর আসে ইঞ্জিনের পিছনের বগির চাকা থেকে ধোঁয়া বের হচ্ছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন লোকো পাইলট নিজেই। ফলে কোনও দুর্ঘটনা ঘটেনি, হতাহতও হয়নি। যদিও এই ঘটনার জেরে নির্ধারিত সময়ের থেকে প্রায় ৪০ মিনিট দেরিতে কালিয়াগঞ্জ থেকে দিল্লি রওনা হয় ট্রেনটি।