শহর কলকাতা

Kolkata Metro | দক্ষিণেশ্বরগামী মেট্রোর ইঞ্জিনে ধোঁয়া, আচমকা বন্ধ পরিষেবা

Kolkata Metro | দক্ষিণেশ্বরগামী মেট্রোর ইঞ্জিনে ধোঁয়া, আচমকা বন্ধ পরিষেবা
Key Highlights

দক্ষিণেশ্বরগামী মেট্রোয় যান্ত্রিক বিভ্রাট। আচমকা ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা নাগাদ আচমকা দক্ষিণেশ্বরগামী মেট্রোর ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। এসপ্ল্যানেড স্টেশনে এসে থেমে যায় মেট্রো। যাত্রীরা আতঙ্কিত হয়ে শোরগোল শুরু করেন। কিছুক্ষণের মধ্যে মেট্রো কর্তৃপক্ষের ঘটনাস্থলে পৌঁছয়। যাত্রীদের মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়। ফলে বিপাকে পড়ে অফিস ফিরতি মেট্রোযাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। কখন পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল বন্ধ রয়েছে।