খেলাধুলা

Steve Smith । শতরান করে একঝাঁক রেকর্ড ভাঙলেন স্মিথ, পিছনে ফেললেন জো রুট, কোহলি,শচীনকে

Steve Smith । শতরান করে একঝাঁক রেকর্ড ভাঙলেন স্মিথ, পিছনে ফেললেন জো রুট, কোহলি,শচীনকে
Key Highlights

মেলবোর্নে ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শতরান করেন স্টিভ স্মিথ। সেই সুবাদে জো রুটকে টপকে একটি সর্বকালীন রেকর্ড নিজের দখলে নিয়ে নেন।

মেলবোর্নে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া বক্সিংডে টেস্ট। টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শতরান করলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ। টেস্ট কেরিয়ারে এটি স্মিথের ৩৪ নম্বর শতরান। ভারতের বিরুদ্ধে টেস্টে এটি ১১ নম্বর সেঞ্চুরি। স্মিথ এক্ষেত্রে জো রুটের ভারতের বিরুদ্ধে ১০টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন। বর্ডার গাভাসকর ট্রফিতে স্মিথের এটি ১০তম সেঞ্চুরি। এর আগে বিরাট এবং শচীন উভয়েরই এই ট্রফিতে ৯ টি করে সেঞ্চুরি ছিল। সবথেকে বেশি টেস্ট সেঞ্চুরির তালিকায় ২য় স্থানে আছেন তিনি।