Steve Smith | সেমিতে হেরেই আকস্মিক অবসর ঘোষণা স্মিথের, ওডিআই আর খেলবেননা অজি ক্যাপ্টেন
Thursday, March 6 2025, 5:51 am

টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পরের দিনই আকস্মিক অবসর ঘোষণা করে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্টিভ স্মিথ।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া মহাদ্বৈরথে হেরেছে অজিরা। সেদিনই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ। স্মিথের এই ঘোষণা একেবারেই আকস্মিক, দাবি ক্রিকেটমহলের। ২০১০এ ওয়ানডেতে অভিষেক হয় স্মিথের। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে ১৫ বছরে খেলেছেন ১৭০ ম্যাচ, করেছেন ৫৮০০ রান। এছাড়াও এই ফরম্যাটে বল হাতে উইকেট ২৮টি উইকেট শিকার করেছেন তিনি। ২০১৫ এবং ২০২৩ সালে বিশ্বকাপ জিতিয়েছেন দলকে। নিজের ক্যাপ্টেন্সির ৬৪ ম্যাচে জিতেছেন ৩২ টিতে।