California Plane Crash | ক্যালিফোর্নিয়ায় জনবসতির ওপর আছড়ে পড়লো বিমান, মৃত একাধিক!
Thursday, May 22 2025, 5:11 pm
Key Highlightsক্যালিফর্নিয়ার রাস্তায় আছড়ে পড়ল বিমান! আগুন ধরে গেল বহু বাড়িতে। দুমড়ে গেল রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি।
আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনা। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জনবসতির উপর ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান। সূত্রের খবর, এই প্রাইভেট বিমানটি মন্টগোমারি গিবস এগজ়িকিউটিভ এয়ারপোর্টে যাচ্ছিল। যাওয়ার পথেই বৃহস্পতিবার ভোরে ভেঙে পড়ে সেটি। বিমানে জ্বালানির কারণে আগুন জ্বলে যায় একাধিক বাড়ি ও গাড়িতে। দুর্ঘটনার পরেই খালি করে দেওয়া হয়েছে এলাকা। সান ডিয়েগো পুলিশ জানাচ্ছে, ১০ সিটের এই বিমানটিতে মোট কতজন যাত্রী ছিল তা স্পষ্ট জানা যায়নি। ফলে হতাহতের সংখ্যা জানা যায়নি। কেন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

