Skype | আগামী সোমবার থেকে আর চলবেনা স্কাইপ! শেষ হলো দীর্ঘ বাইশ বছরের পথচলা

Friday, May 2 2025, 5:18 pm
highlightKey Highlights

মাত্র কয়েক বছর আগেও স্কাইপ ছিল ভিডিও কলিং প্ল্যাটফর্ম হিসেবে একেবারে প্রথম সারিতেই। এবার বন্ধ হয়ে যাচ্ছে সেটি।


২০০৩ সালে প্রথমবার মার্কেটে আসার সাথে সাথেই জনপ্রিয় হয়ে উঠেছিল ভিডিও কলিং প্লাটফর্ম 'স্কাইপ'। ২০১১তে স্কাইপকে কিনে নেয় মাইক্রোসফট। তারপর থেকেই স্কাইপ ক্লিপসের মতো নানা নতুন ফিচার স্কাইপকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিলো। তার পরপরই বাজারে হোয়াটস্যাপ, ফেসবুকের ভিডিও কলিংয়ের আগমনের পরে ধীরে গুরুত্ব কমতে থাকে স্কাইপের। মাইক্রোসফট কতৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছিল ফেব্রুয়ারিতেই। অবশেষে সোমবার দীর্ঘ ২২ বছরের পথচলা শেষ হতে চলেছে স্কাইপের। স্কাইপের বদলে 'টিমস' ব্যবহার করতে পারবেন ইউজাররা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File