রাজ্য

Clinical Establishment (Amendment) Bill | বেসরকারি হাসপাতালের আকাশচুম্বী বিল! লাগাম টানতে বিধানসভায় বিল পাশ রাজ্যের

Clinical Establishment (Amendment) Bill | বেসরকারি হাসপাতালের আকাশচুম্বী বিল! লাগাম টানতে বিধানসভায় বিল পাশ রাজ্যের
Key Highlights

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। জালিয়াতি রুখতে বিধানসভায় ‘দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (সংশোধনী) বিল পাশ করলো রাজ্য।

বেসরকারি হাসপাতালের ‘অতিরিক্ত’ বিলে লাগাম টানতে বিধানসভায় পাশ হল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সংশোধনী বিল,২০২৫। এই বিল অনুযায়ী, রাজ্যের বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম এবং ক্লিনিকগুলিকে এবার থেকে তাদের পরিষেবার জন্য নির্ধারিত প্যাকেজ খরচ স্পষ্টভাবে জানাতে হবে রোগীর পরিবারকে। রোগীর পরিবারকে না জানিয়ে কোনো খরচ করতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ। বাড়তি খরচের প্রয়োজন হলে তা আগেভাগে জানিয়ে অনুমতি নিতে হবে। একইসঙ্গে ক্লিনিক্যাল তথ্য প্রতিদিন সংগ্রহ ও সংরক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছে।