Train Cancel | দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল দূরপাল্লার একাধিক রেল! কোনদিন বাতিল কোন ট্রেন?

সাঁতরাগাছি লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য মোট ছয়টি দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ২৩ তারিখ পর্যন্ত দক্ষিণ পূর্ব শাখায় বাতিল একাধিক ট্রেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁতরাগাছি লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য মোট ছয়টি দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে। ১৮ তারিখে বাতিল ২২৮৫৩, শালিমার বিশাখাপত্তনম এক্সপ্রেস, ১৯ তারিখে বাতিল ২৮৫৪, বিশাখাপত্তনম শালিমার এক্সপ্রেস, ২১ তারিখে বাতিল ১৮০০৯, সাঁতরাগাছি আজমের এক্সপ্রেস এবং আজমের হয়ে সাঁতরাগাছি ফিরতি ট্রেন, ১৮০১০, আজমের সাঁতরাগাছি এক্সপ্রেস। ২৩ তারিখে বাতিল ২২৮০৮, এমজিআর চেন্নাই এক্সপ্রেস সাঁতরাগাছি এক্সপ্রেস।