প্রয়াত অভিনেতা শিবাজি গণেশনের জন্মবার্ষিকীতে একটি ডুডল এর মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করলো গুগল
Friday, October 1 2021, 4:05 pm
 Key Highlights
Key Highlights৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অভিনেতা শিবাজি গণেশনের জীবন ও কাজগুলি একটি ডুডল দিয়ে উদযাপন করেছে গুগল। তামিল চলচ্চিত্র শিল্পের অন্যতম সম্মানিত নাম, গণেশানকে একসময় দক্ষিণ ভারতের চলচ্চিত্র শিল্পের মারলন ব্র্যান্ডো বলা হতো। ১৯৯৭ সালে তিনি চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। মাত্র ৭বছর বয়সে, তিনি বাড়ি ছেড়ে একটি থিয়েটার গ্রুপে যোগ দেন, যেখানে তিনি শিশু এবং মহিলা চরিত্রে অভিনয় শুরু করেন এবং তারপর প্রধান ভূমিকা পালন করেন।
-  Related topics - 
- সেলিব্রিটি
- অভিনেতা
- শিবাজি গণেশন
- জন্মদিন
- গুগল
- ডুডল

 
 