Indian Airports | পরিস্থিতি স্বাভাবিক, দেশের ৩২ বিমানবন্দরে ফের চালু হচ্ছে পরিষেবা!
Monday, May 12 2025, 1:43 pm

দুই দেশের উত্তেজনার জেরে দেশের যে ৩২টি বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। সোমবার নতুন করে তা চালু করা হয়েছে।
যুদ্ধ থিতোতেই বন্ধ থাকা অসামরিক বিমান পরিষেবা চালুর পথে কেন্দ্র্র। সোমবার সকাল ১০টা থেকে খোলা হয়েছে দেশের ৩২টি বন্ধ থাকা বিমানবন্দর। এগুলি হলো অধমপুর, অম্বালা, অমৃতসর, অবন্তিপুর, বাতিন্ডা, ভূজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ার, দিন্ডন, জয়সলমেঢ়, জম্মু, জামনগর, যোধপুর, খান্ডলা, কাংরা, কেশুধ, কিষাণগড়, কুল্লু মানালি, লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাটিয়ালা, পোরবন্দর, রাজকোট, সারসওয়া, শিমলা, শ্রীনগর, থোয়াইস ও উত্তরলাই। অবশেষে ভোগান্তি শেষ হতে চলেছে যাত্রীদের।