দেশ

SIR | বাংলা সহ দেশের সমস্ত রাজ্যেই হবে SIR! নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন

SIR | বাংলা সহ দেশের সমস্ত রাজ্যেই হবে SIR! নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন
Key Highlights

দেশজু়ডে সমস্ত রাজ্যেই হবে এসআইআর। প্রতিটি রাজ্যকে এবিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।

বিহারে জুন মাস থেকে চলছে SIR প্রক্রিয়া। সূত্রের খবর, সেখানে এখনও পর্যন্ত ৬০ লক্ষেরও বেশি ভোটার নাম বাদ গিয়েছে। এরই মধ্যে জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করলো, বাংলা সহ দেশের সমস্ত রাজ্যেই হবে এসআইআর। সোমবার রাজ্যের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। বাংলার ১১টি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের পুরনো তালিকা আপলোড করা হয়েছে সিইওর ওয়েবসাইটে। কমিশন সূত্রে খবর, ২০০২ সালের তালিকাকে ভিত্তি করেই রাজ্যে নতুন করে ভোটার যাচাই প্রক্রিয়া চালানো হবে।