SIR | ভোটার তথ্য সংশোধন করতে গেলে আধার কার্ড লাগবেই, ঘোষনা নির্বাচন কমিশনের

ভোটারের কোনও তথ্য সংশোধন করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক বলে জানাচ্ছে নির্বাচন কমিশন।
এসআইআরের মূল প্রক্রিয়া ভোটার তালিকায় রিভিশন বা সংশোধনের পর্ব শুরু হচ্ছে আগামী ৯ ডিসেম্বর থেকে। এই পর্বে মৃত, অযোগ্য, মাইগ্রেটেড এবং অন্য রাজ্যের ভোটার হয়ে যাওয়া বা একাধিক জায়গায় থাকা (মাল্টিপল এন্ট্রি) ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ শুরু হবে। কমিশন জানিয়েছে, ভোটারের কোনও তথ্য সংশোধন করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে কমিশন নিশ্চিত করেছে, ৪ ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে।
