SIR in India | বিহার-বাংলার পর এবার গোটা ভারত! অক্টোবরে দেশজুড়ে হবে SIR!

সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় এসআইআর নিয়ে।
বিহার, পশ্চিমবঙ্গ শুধু নয়, সমগ্র ভারতবর্ষে শুরু হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর। নির্বাচন কমিশন সবুজ সংকেত দিয়েছে, অক্টোবর মাস থেকে ভোটার তালিকায় সংশোধন শুরু হতে পারে। ইতিমধ্যেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। এসআইআর নিয়ে রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখছে কমিশন। তালিকা তৈরী করে মৃতদের নাম, যারা ঠিকানা বদল করেছে বা একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে কিংবা ভারতীয় নাগরিকের প্রমাণ নেই তাঁদের বাদ দেওয়া হবে।