SIR in West Bengal | খসড়া ভোটার তালিকায় অসংগতি, ১.৩৬ কোটির তথ্য ফের দেখতেও হবে বিএলওদের

Sunday, December 21 2025, 4:44 am
SIR in West Bengal | খসড়া ভোটার তালিকায় অসংগতি, ১.৩৬ কোটির তথ্য ফের দেখতেও হবে বিএলওদের
highlightKey Highlights

বিপুল সংখ্যক এই ভোটারদের তথ্য আদৌ ত্রুটিপূর্ণ কিনা, তা ফের মিলিয়ে দেখার জন্য শনিবার নতুন ফিচার আনা হল বিএলও অ্যাপে।


কমিশন জানিয়েছে, খসড়া ভোটার তালিকায় নাম ওঠা ভোটারদের মধ্যে প্রায় ১.৩৬ কোটি জনের তথ্যে নানাবিধ অসঙ্গতি মিলেছে। কমিশনের নির্দেশ অনুযায়ী ওই ১.৩৬ কোটি ভোটারের বাড়ি গিয়ে তথ্যের অসঙ্গতি ফের যাচাই করে অ্যাপে আপলোড করতে হবে বিএলওদের। এমনকি তথ্যগুলি যে তিনি নিজে যাচাই করে দেখেছেন তা জানিয়ে মুচলেকাও দিতে হবে তাঁদের। শনিবার তথ্য আপলোডের জন্যে নতুন ফিচার আনা হল বিএলও অ্যাপে। এই বিজ্ঞপ্তি বেরোতেই নতুন কাজের চাপ ও মুচলেকা দেওয়ার নির্দেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিএলওদের সংগঠনগুলি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File