SIR In WB | বঙ্গে SIR বিভ্রাট! নিখোঁজ ২ লক্ষ ৬১ হাজার ভোটার, ২৭ লক্ষ ৭১ হাজার ফর্ম আন কালেকটেড!

ডুপ্লিকেট বা ডবল এন্ট্রি রয়েছে ৫৮ হাজার ১৬৪ ভোটারের নাম। তাঁদের নাম খসড়ায় আসবে না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার পর্যন্ত ডিজিটাইজড হয়েছে ৬ কোটি ৭৩ লক্ষ ভোটার। ২৭ লক্ষ ৭১ হাজার ফর্ম আন কালেকটেড। এর মধ্যে মৃত ১৫ লক্ষ ৫৩ হাজার মৃত। ডুপ্লিকেট বা ডবল এন্ট্রি রয়েছে ৫৮ হাজার ১৬৪ ভোটারের নাম। স্থানান্তরিত হয়েছেন ৮ লক্ষ ৮৮ হাজার ভোটার। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর ডিজিটাইজড তালিকা প্রকাশিত হবে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, যাঁরা ফর্ম জমা দিয়েছেন, সবার নামই থাকবে খসড়া তালিকায়। মৃত বা অন্য কারণে বাদ পরার তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে।
