BLO-SIR | এসআইআর-এর নির্দেশিকা নিয়ে ধোঁয়াশা, প্রশিক্ষণ শিবিরেই বিক্ষোভ BLO-দের

Sunday, November 2 2025, 4:00 am
highlightKey Highlights

প্রশিক্ষণ শিবিরেই বুথ লেভেল অফিসারদের (বিএলও) বিক্ষোভের আঁচ পেল দেশের নির্বাচন কমিশন (ইসি)!


গতকালই বুথ স্তরের আধিকারিক, বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্মের কাজ করবেন তাঁরা। এদিকে প্রশিক্ষণ শিবিরে ক্ষোভ উগরে দিচ্ছেন বিএলওরা। তাঁদের অভিযোগ, কমিশনের তরফে বলা হয়েছিল এসআইআরের কাজ চলাকালীন বিএলওদের অন্য কোনও দায়িত্ব পালন করতে হবে না। তবে লিখিত নির্দেশিকা না আসায় স্কু‍লগুলি থেকে তাঁদের বলা হচ্ছে যে, স্কুলের রোজকার ডিউটি সারার পরে তাঁদের এই কাজ করতে হবে। প্রশ্ন উঠছে, বিকেল সাড়ে ৪টেয় স্কুল শেষ হলে তারপরে তাঁরা এই কাজ করবেন কখন!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File